প্রচ্ছদবই আলোচনা

বইমেলায় পাওয়া যাচ্ছে আলিম খানের কবিতাগ্রন্থ- অন্যদৃষ্টি

তরুণ কবি আলিম খানের কবিতাগ্রন্থ ‘অন্যদৃষ্টি’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫-এ। দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত এই গ্রন্থটিতে সংকলিত হয়েছে দুই শতাধিক  অণুকবিতা। কবি আলিম খানের কবিতাগুলোতে জীবনের জটিলতা, আবেগ, সমাজ ও সংস্কৃতির লুকানো সত্য গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

আলিম খান ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীতে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে রাজবাড়ী জেলায়। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার লেখনীর উপজীব্য হলো প্রেম, বিরহ, মানবিকতা ও সমাজের নানান অসঙ্গতি। তার কবিতা পাঠকের মন ছুঁয়ে যায়, তিনি বাস্তবতা ও কল্পনার মিশেলে কবিতায় গভীর আবেগ ও দর্শনের চিত্র আঁকেন।

আলিম খানের ‘অন্যদৃষ্টি’ বইটি মলাট উন্মোচনের পর পাওয়া যাচ্ছে দাঁড়িকমা প্রকাশনের শো-রুম, ঢাকা বইমেলার স্টল নং-৩৬৫-৬৬ ও চট্টগ্রাম বইমেলার স্টল নং-৮-৯ এবং বিভিন্ন অনলাইন বুকশপে।

 

আরও নতুন বই- মুশফিকা রাহমানের- আজ বাইশে নয় তেইশে শ্রাবণ