পদাবলিপ্রচ্ছদ

একগুচ্ছ কবিতা- তমিজ উদ্‌দীন লোদী

হে  অদৃশ্য 

হে  অদৃশ্য

আমাকে ডুবিয়ে দাও রহস্যের সমুদ্রে

এবং আমি জেগে উঠি কোনো  অস্থির সৈকতে

যেখানে হাঁটছে লাল কাঁকড়া , কচ্ছপের সারসার ডিম

ঢেউগুলো মুখ লুকোচ্ছে তটের গহ্বরে

 

চারপাশে শব্দহীন নীরব চিৎকার

ভেজাগন্ধ , জলের কহ্লার

অনুভূতিতে ঢেউ তোলা চাঁদের মতো অলখ টান

 

জেগে ওঠে অন্তর্নিহিত বোধ

রন্ধ্রে রন্ধ্রে সুরের বিন্যাস

আমাকে ডুবিয়ে দাও রহস্যে , সদা-অতৃপ্ত জিজ্ঞাসায় ।

 

প্রতিবাদকে তুমি বলছ প্রতিরোধ 

প্রতিবাদকে তুমি বলছ প্রতিরোধ

শনাক্ত করার প্রবণতাকে বলছ বিপ্লব

নিম্নবর্গের কথা বললেই তুমি বলছ বিদ্রোহী

 

আমিতো অসামঞ্জস্যের কথা বলছি

আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি , দেখো

আমি আশ্চর্য দার্শনিকের মতো নির্লিপ্ত হতে পারছি না

আমি বলছি , এটিই সত্য , এটিই সত্য

 

আমি বাহ্যত আগুনের কথা বলছি না

আগুনের অন্তর্নিহিত শক্তির কথা বলছি

তুমি জানো , নিশ্চয়ই জানো

কোথাও কোন কলম রুদ্ধ করা যায় না ।

 

ঝড়ের  মধ্যেও তুমি  স্থিত রইলে

ঝড়ের  মধ্যেও তুমি  স্থিত রইলে

যেন  হারকিউলিস দাঁড়িয়ে আছে একা

উত্তোলিত হাতে শেকল পরাবার পর

তুমি নির্বিকার সূর্যোদয়ের গান গাইতে থাকলে

 

লৌহাবৃত সত্যকে বের করে আনবার জন্য

তুমি যখন ইস্পাতদৃঢ়

তখনই  চারপাশে বেয়নেট , চারপাশে শেকল

 

তোমার নির্বিকার নির্লিপ্ততার মধ্যে

কেঁপে ওঠে গরাদের পাত

ভীতদের গরগরে রাগ, নৃশংসতা ।

 

স্বপ্ন গাঁথার দর্শন 

ভর্ৎসনা শুনে তুমি পাপস্খালনে গেলে

অথচ পাপই হয়ে উঠলো তোমার আরাধ্য

জ্যোৎস্নাপ্লাবিত রাতে তোমার হাতেই সংঘটিত হল প্রথম খুন

ছুরিতে  লেগে থাকল কালচে রক্ত , তোমার হাতের ছাপ

 

অথচ তুমিই প্রচার করছ ভাবীকালের

স্বপ্ন গাঁথার দর্শন

তুমিই বিলিয়ে যাচ্ছ প্রাকৃতিকতার স্বাদগন্ধ

 

যেন তুমিই দস্যু রত্নাকর , তুমিই বাল্মীকি ।

*তমিজ উদ্দীন লোদী- নিউইয়র্ক প্রবাসী কবিতা

 

আরও পড়ুন- বদরুজ্জামান আলমগীরের কবিতা