একগুচ্ছ কবিতা- মান্নান নূর
প্রেমের অগ্নুৎপাত
মরতে মরতেও বেঁচে যায় কিছু প্রাণ
ডুবতে ডুবতেও পাড়ে উঠে আসে কিছু চোখ
ভাসতে ভাসতেও তৃণের নাগাল পায় কিছু হাত
উড়তে উড়তেও মেঘের শীতলতা নিয়ে আসে কিছু চিল
প্রেমের অগ্নুৎপাতে মরা ডুবা,ভাসা,ওড়া কিছুই থাকে না।
এসো তবে মাখামাখি হই রঙে
রঙ মেখে দেই তোমায়?
তারও আগে এক আঁচল ভালোবাসা রাখো বুকে
তারও আগে দেখে লও কী দারুণ বাঙময় আকাশ!
রঙ মেখে দেই ভালোবাসার?
তারও আগে চাতকের চোখে বর্ষা নামাও, তারও আগে
ডেকে লও চাঁদ জোছনার রাত-বেরাতের নির্লিপ্ত নিষ্পাপ সঙ্গম
এসো তবে মাখামাখি হই রঙে, হই একাকার
ভালোবাসি
এসো বিকেল,মিঠেকড়া রোদ- তোমাকে ভালোবাসি
এসো সকালের কাঁচা সোনা ঘাস
এসো বিল থেকে উঠে আসা উমের হাওয়া
এসো পাখি এক সাথে বসে ডাকি
কী আছে তাড়া,আজ সারাবেলা পাশাপাশি বসি-
এসো দুপুরের বালি,কৃষাণীর নলা- তোমায় ভালোবাসি
বিড়ালের লেজ নাড়ানোর মতো সুখ
যদি চাও নিতে পারো – জাবর কাটার
আয়েশি ভঙ্গিমার মোলায়েম তৃপ্তি যদি চাও দিতে পারি-
এসো সন্ধ্যা তারার গান,রাতের জোনাকি
এসো চিল,মায়াবী নিখিল, রাতের আশারা এসো
রাতের ঘুমের মতো এসে ভালোবেসো-
ফিরে এসে ভালোবেসো
এ তো জুলেখার প্রেম,ছায়াস্নিগ্ধ তরুলতা প্রেম?
এ তো মনস্কাম মনো কামনার অবকাশ দিন
এ তো জুলেখার প্রেম!কাছে এলে তুমি খোঁজে পাও খোদায়ী মদদ
জুলেখারা ঘুরে সুন্দরী বাতাসে- তবু তারা নিজের মতো করে পৃথিবীকে চায়
জুলেখার প্রেম সঙ্গমের পর মুহুর্ত সময়- গনিকার হাহাকার করা বুক
জুলেখা! ফিরে এসে ভালোবাসো, দ্যাখো তোমার ইউসুফ দুটি হাত বাড়িয়ে –
অনন্য এ- জীবন
ছিঁড়ো না, টুকরো টুকরো করে দিও না
এ- জীবনটা বড়ো সুন্দর
বর্ষার বৃষ্টির মতো –
বালক সরল প্রাণ পাপ কাকে বলে জানে না
কেবল জানে তুমি চলে গেলে একটা পৃথিবী
ধপাস করে নিভে যাবে –
আরও পড়ুন- শিশির আজমের কবিতা