একগুচ্ছ কবিতা- সুশান্ত হালদার
অটো সাটডাউন
কোন কোন দিন বাড়ি ফিরে দেখি
ফাঁকা ঘরে
টিকটিকির সঙ্গমে হুলোবেড়ালের বীর্যপাত
এতে যৌবন আধিক্য না হলেও
জেগে ওঠে ভালগার সমৃদ্ধ পৃথিবী
আর ভ্রুণ হত্যার দায়ে
আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠি
এবং ‘বিনাশে সৃষ্টি’ কথাটি যতটা না কাব্যরহিত
তারচেয়ে বেশী জীবনঘনিষ্ঠ করে তুলি
নিশুতি রাত, কেউ হয়ত ভাবছেন
মাস্টারবেশনে খালি করে দেবেন পৃথিবীর সব গর্ভপাত
আসলে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কমে গেলে
সাটডাউন অটোই হবে,
এতে আপনার চেয়ে আমারই বেশি লাভ
কারণ
আপনি ক্ষুব্ধ তিক্ত যুদ্ধবাজ
আর আমি
অক্ষরে অক্ষরে কবিতার সঙ্গমে অনুক্ষণই ‘স্বপ্নবাজ’!
প্রতিপক্ষ
এই যে দেখ রক্ত শূন্য হাত
নিরস্ত্র
দৃষ্টি সঙ্কট
বোবা কালা
অনুচ্চারিত শব্দে ভাষার ব্যাকরণস্থিত একাগ্রতা
তবুও তোমার শত্রু শত্রু খেলায়
আজ আমিও প্রতিপক্ষ হয়েছি
দেখ রক্ত শূন্য হাত
পিরামিড শীতলতায় উষ্ণ করেছি
পাথর সদৃশ চোখে স্নাইপারের লক্ষ্যভেদী দৃষ্টি
তবুও সাক্ষী
এই যুদ্ধবিধ্বস্ত জননী জন্মভূমি
চেয়েছি সীমার হত্যায়
এজিদ মুক্ত হোক আরণ্যক এই নদী বিধৌত পৃথিবী!
গন্ধম প্রীতি
বেঁচে আছি
এই সত্যকে যদি অস্বীকার করি
তাহলে
প্রতি পদক্ষেপেই মৃত্যুর কথা স্মরণ করে
পেরেক বিদ্ধ যিশুর আত্মাহুতি দেখি আর ভাবি
তুচ্ছ এই হাওয়ায় ওড়ানো জীবন
তবু কেন নারী সঙ্গমে গন্ধম প্রীতির কথা বলে?
তাহলে কি আগুন প্রেমিক আমি (?)
মরতে মরতে বেঁচে যাই লালন অভিসারে
নাকি জীবনানন্দ সভা ঘরে
তোমারই স্মরণে লিখে যাই কবিতা নক্ষত্র পতনে?
শিকার সন্দিগ্ধ বাঘ
শিকার সন্দিগ্ধ বাঘ দেখা হয়নি
কারণ কোনদিন আমি সুন্দরবন যাইনি
কিন্তু আমার চারপাশ ঘিরে সেই রক্তলোলুপ বাঘ
হাতে ট্যাটু আঁকা
মুখে ধনুক শলাকার মতো গোঁফ
পায়ে আকাশচারী ঈগল নখ
দ্রুত অথচ স্থির ক্ষিপ্রতায় ডোরাকাটা শরীরে তুলে আনে
নেশাতুর খুনের পৈশাচিক অসুর ভঙ্গিমা
যার তিলক আঁকা কপালে
আমারই লেখা নাম বাংলা ভাষার ব্যঞ্জনাময় অক্ষরে
সকালে ঘুম থেকে উঠেই দেখি
বাঘ প্রহরায় বাড়ি আমার পাকসেনাদের দখলে!
কাফনে মোড়া জীবন
ঈগল থাবায় জীবন
তিন টেক্কায় জুয়াড়ি রেখেছে হাত
ভবঘুরে জীবন মেপেই চলে পথ
অথচ সময়ের হাত ধরে
ঈশ্বরকে ভ্রুকুটি করে চলে এক বদ্ধ উন্মাদ
চৈতন্য বোধে
যাদের কেটে যায় জীবন নির্দ্ধিধায়
পুকুর ভর্তি জলে তাদের কিইবা আসে যায়?
নদী প্রেম আচ্ছন্নতায় জীবন তুচ্ছ মনে হয়
অথচ পাতাঝরা রাত্রির কান্নায়
জেগে উঠে ফিলিস্তিন ইসরায়েল হামলায়
ঋষি বেশ
হাতে বজ্র চিহ্নিত তাসখন্দের আকাশ
মরুঝড়
হুঙ্কারিত বাংলাদেশের অবরুদ্ধ বাতাস
বুকে কুরুক্ষেত্র
সারাদেহে হিংস্র ব্যাধের ক্ষতবিক্ষত শরাঘাত
তবুও কাফন মোড়া জীবন আমার
দ্রোহে নজরুল
প্রেমে হাফিজ
বঙ্গবন্ধুর স্বাধীনতা উত্তর ‘বাংলাদেশ’!
Suspicious tiger of prey
Main : Poet Susanta Haldar
Translation : Farzana Naz shampa
Suspicious tiger of prey not seen
Because I have never been to the Sundarbans
But the bloodthirsty tiger surrounds me
Hand drawn tattoo
Mustache like a bow on the face
Sky eagle claws on feet
Brings up striped body in quick yet steady strokes
Drunken intoxicating demonic posture of murder
On whose forehead covered by a tilak
My name is written in Bengali consonant letters
I wake up in the morning and see
Tiger guarded home of mine are in the possession of Paksenadar
আরও পড়ুন- মাহফুজ সজল এর কবিতাগুচ্ছ