পদাবলি

একগুচ্ছ কবিতা- রায়ান নূর

রুবাইয়াত-ই-নূর

১.

প্রিয়ার ঠোঁটের পরশ যদি পেতাম ভুলে কখনো

ভুলে যেতাম জান্নাতি হুর ভালোবাসতাম তখনো

চুলের বাহার চোখে লাগায় ফুলের গন্ধে চন্দ্রিমা

শত বছর পথ চেয়ে তাই কুমার আছি এখনো৷

 

২.

পাপ বলে যা দূরে ঠেলি তাই তো আমায় পিছু টানে

প্রিয়ার চোখে আড় চাহনী যাই ছুটে তাই তারি পানে

অভিশাপে হৃদয় জ্বলে বেখেয়ালে সব ভুলি

জান্নাতে কি মিলবে সখি যা হারাই এ দোজাহানে৷

 

৩.

তুমি প্রিয়া সুখে কাটাও দিনরাত্রি ওই নিবাসে

আমি অধম সুরা খুঁজি যা আমারি পরান নাশে

প্রেমে পাগল হইতে যদি কষ্ট সেকি বুঝতে তা

মরছি আমি বিরহ জালে তবু তুমি নেই পাশে৷

 

৪.

পরলোকের মায়া ভুলে চাইছি তোমায় জনমে

আখিরাতের দোহাই দিয়ে সঁপতে বলো ধরমে

খোদা যখন হাসবে স্বয়ং দেখে আমার ভণ্ডামি

সে নামাজে ফল কি আর বিষজ্বালা যে মরমে৷

 

৫.

সব কথা কি কইতে পারি রওনা প্রিয়া আমার কাছে

হৃদয় জ্বালা যায় না বলা লোক না হাসে পাছে পাছে

দুই কাঁধে দুই ফেরেস্তায় ফেলছে আমায় বেকায়দায়

করুণ প্রেমের আমলনামা মনের সুখে লিখতে আছে৷

 

৬.

জগৎ আমার দুঃখে ভরা বোঝে না মোর মুর্শিদে

শরাব ছাড়া কাটার সে ঘা দেয় না ধরা যায় বিঁধে

মুর্শিদে কয় ফিকির ভুলে আপন মনে জিকির কর

প্রিয়ার নজর না পেলে মন হয় কি আরাম এ হৃদে৷

 

আরও পড়ুন- মির্জা গালিবের শায়েরী