পদাবলিপ্রচ্ছদ

একগুচ্ছ সুফি কবিতা- এনামূল হক পলাশ

১.

প্রকৃতির কাছে যাও

শান্তি পাবে,

তার আগে জাগতিক সম্পর্ক থেকে

কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হতে হবে।

 

২.

কোনোদিন প্রেমে পড়ে যেও না

পারলে উঠে পড়ো প্রেমগাছে,

পতনের চেয়ে উত্থান ভালো কেননা

গ্রহীতারা দাতার প্রেমে নাচে।

 

৩.

গ্রহণের চেয়ে দানের মাহাত্ম্য বেশি

যদিও গ্রহণে আনন্দ আছে,

দানের শুদ্ধতা থাকে নির্মল অন্তরে

স্বর্গের নিকটতম কাছে।

 

৪.

 

প্রেমের একমাত্র বিকল্প প্রেম

ঘৃণার বিকল্পও শুধুমাত্র প্রেম।

 

৫.

কিছু ফুল সূর্যের দিকে তাকিয়ে থাকে

কিছু ফুলের মুখ মাটিতে তাক করে রাখে,

তারা উভয়েই যার যার অবস্থানে সঠিক

শুধুমাত্র চিন্তা দিয়ে বুঝতে হবে তাকে।

 

৬.

কিছু নদী প্রকৃতি থেকে সৃষ্ট নয়

 

পরে তারা প্রকৃতির অংশ হয়,

কিছু মানুষের বানানো প্রথা

চিরায়ত সমাজের অংশ হয়।

সামর্থ্য অনুযায়ী আহরণ করো

সকল ক্ষেত্র থেকে যতটুকু পারো।

 

৭.

সকল স্রোতস্বিনী

এমনকি যাকে তোমরা খাল বলো

তারা সকলেই নদী,

তোমরা নিজের ক্ষতি ডেকে আনবে

তাদেরকে অস্বীকার করো যদি।

মানুষের প্রেম স্রোতধারা

অস্বীকার করে কারা?

 

৮.

মানুষের দৃষ্টি দূরবর্তী ধাবিত হয়

কদাচিৎ নিবদ্ধ হয় কাছে,

যাকে আমি অনন্তকাল খুঁজে আসছি

সে আমার সাথেই আছে।

৯.

প্রজ্ঞার উপর আস্থা না থাকলে

হৃদয়ের কথা শোনো,

জীবনের অনুর্বর ভূমিতেই

জীবনবৃক্ষের বীজ বুনো।

১০.

আমি যে মদ পান করি

তার তুলনা নেই ,

প্রেমবিষে ডুবে থাকলে

হারাবে না খেই।

 

 

আরও পড়ুন- মির্জা গালিবের শায়েরী