এনামূল হক পলাশের কবিতাগুচ্ছ
নিবেদন
১.
মোস্তফা, মোস্তফা, মদিনার বাদশা,
আল্লাহর কসম, তিনি পথের দিশা,
আমরা সব নবীর প্রেমিক
আল্লাহ আমাদের শেষ ভরসা।
যে আমার নবীর প্রেমিক
যে হোসাইনের দাদার প্রেমিক
যে তার বংশের বায়াত
যে দেখেছে পাক মদিনা
সে হবে পাক বেহেশতের
এই বিশ্বাস, এই বিশ্বাস আমার।
মোস্তফা, মোস্তফা, মদিনার বাদশা,
আল্লাহর কসম, তিনি পথের দিশা,
আমরা সব নবীর প্রেমিক
আল্লাহ আমাদের শেষ ভরসা।
প্রেম আর প্রেমের ভেতরে বাস
ভালবাসা আর বায়াতের সুবাস
হৃদয়ের আশা মদিনার ধাম
ভেতরে আছে আল্লাহর নাম!
ক্বালবে থাকবে আল্লাহর ছবি
মাওলা মুহাম্মদ সর্বকালের নবী।
মোস্তফা, মোস্তফা, মদিনার বাদশা,
আল্লাহর কসম, তিনি পথের দিশা,
আমরা সব নবীর প্রেমিক
আল্লাহ আমাদের শেষ ভরসা।
২.
আমাদের পথের দিশা
প্রিয় নবী সাল্লালাহ
বিশ্ব বলে
মাওলা মুহাম্মাদ সাল্লালাহ
মাওলা মুহাম্মাদ সাল্লালাহ
তিনি হৃদয়ের আশা, বিশ্বের আলো
তিনিই সুন্দর আর সবচেয়ে ভালো
আমাদের পথের দিশা
প্রিয় নবী সাল্লালাহ
মাওলা মুহাম্মাদ সাল্লালাহ
মাওলা মুহাম্মাদ সাল্লালাহ
আল্লাহর কসম!
আল্লাহর মদিনা সত্যিই সুন্দর
মদিনাই সম্পদ নবীর প্রেমিকের
হে মদিনার বাদশাহ,
আমরা মদিনা দেখতে চাই
দয়ার সাগর আপনি মদিনাতে ডাকুন
আমার এ মন মদিনাতে আকুল
আমাদের পথের দিশা
প্রিয় নবী সাল্লালাহ
বিশ্ব বলে
মাওলা মুহাম্মাদ সাল্লালাহ
মাওলা মুহাম্মাদ সাল্লালাহ
নবীজীর আগমনে
সবারই অভিনন্দনে
প্রেমিকের শত শত গানে
মোস্তফার আগমনে
হৃদয়ের ফুল বাগানে
শত ফুল উঠেছে দুলে।
হে নবীর প্রেমিক, এসো!
হৃদয়ে হৃদয় ভরে হাসো
আমাদের পথের দিশা
প্রিয় নবী সাল্লালাহ
বিশ্ব বলে
মাওলা মুহাম্মাদ সাল্লালাহ
মাওলা মুহাম্মাদ সাল্লালাহ
৩.
ইয়া নবী, ইয়া নবী, আমার দিশা
যে মদিনার বাদশার প্রেমিক
প্রেমের সে অনন্য প্রতীক।
তিনি হৃদয়ে আশার আলো,
দুনিয়ার সবচেয়ে ভালো।
তিনি সব সুন্দরের শুরু
জগতের প্রেমের গুরু।
শান্তিতে ভাসেন যিনি
জগতের প্রেমিক তিনি।
ইয়া নবী, ইয়া নবী, আমার দিশা
যে মদিনার বাদশার প্রেমিক
প্রেমের সে অনন্য প্রতীক।
নবীর মাজার যার হৃদয়ে থাকে
সৃষ্টি সালাম পাঠায় তাকে।
আল্লাহর কসম!
দাঁড়িয়ে যায় শরীরের পশম।
সৃষ্টি যা আছে তার নবীই কারণ
মদিনার বাদশার অবদান।
বেহেশত আর সামাওয়াত
মদিনার বাদশার অবদান।
ইয়া নবী, ইয়া নবী, আমার দিশা
যে মদিনার বাদশার প্রেমিক
প্রেমের সে অনন্য প্রতীক।
তারা আর চাঁদের ঝলক
মদিনার বাদশার অবদান।
গাছের সবুজ, সমুদ্রের জ্যোতি
মরুর প্রান্তরে শুন্যতা অনুভূতি
বয়ে যাওয়া নদীর জীবন
মদিনার বাদশার অবদান।
ইয়া নবী, ইয়া নবী, আমার দিশা
যে মদিনার বাদশার প্রেমিক
প্রেমের সে অনন্য প্রতীক।
বৃষ্টির রহমত বাতাসের শিহরণ
মদিনার বাদশার অবদান।
ফুলের সুবাস আর পানির নহর
সূর্য, ছায়া আর আলো, অন্ধকার
সৃষ্টি আর সুন্দরের সকল গান
মদিনার বাদশার অবদান।
ইয়া নবী, ইয়া নবী, আমার দিশা
যে মদিনার বাদশার প্রেমিক
প্রেমের সে অনন্য প্রতীক।
আরও পড়ুন- এনামূল হক পলাশের সুফি কবিতা