গোলাম কবিরের একগুচ্ছ কবিতা
শিরোনামহীন- ২৫০
কতো সহস্র বছর পেরিয়ে এলাম
মনুষ্য সভ্যতার, তবুও কী এখনো
বুকে হাত রেখে বলতে পারবো
আমরা সবাই মানুষ হলাম!
যদি বলতে পারতাম
তাহলে ভীষণ খুশিই হতাম!
এখনো তো মানুষ মানুষকে পণ্য করে,
মানুষ মানুষকে শোষণ, নিপীড়ন করে!
মানুষের অধিকার আবার
ঐ মানুষই কেড়ে নেয় এখনো!
শুধু কী তাই! মানুষই পৃথিবীর সকল
সৌন্দর্য্য হরণ করে,পাহাড় ও বন
কেটে সমতল ভূমি বানায়,
পশু ও পাখিদের জীবন বিপন্ন করে,
নদীতে বাঁধ দিয়ে ওর চলাচলে
প্রতিবন্ধকতা তৈরি করে,
নদীর জলকে করে নষ্ট,
মৎস্য সম্পদ বিনষ্ট করে,
পৃথিবীর বায়ুমন্ডল দূষিত করে
অপরিকল্পিত নগরায়ন এবং শিল্প
কারখানার বর্জ্যপদার্থ যত্রতত্র ফেলে!
শিরোনামহীন – ২৫১
মানুষ তো জানেই একদিন তাকে
ছেড়ে যেতে হবে সবকিছু ফেলে
অসীমের ডাকে কিন্তু তারপর ও
পৃথিবীর মায়া কাটাতে পারে না!
নিজেকে ভালোবেসে বারবার
শুধু ভুলের মোহে পড়ে থাকে,
বয়সী বটের শেকড়ের মতো আরও
আরও গভীর ভাবে পৃথিবীর বুকে
দৃপ্ত পদচ্ছাপ রেখে যেতে ইচ্ছে করে তার,
মায়া কিছুতেই কাটাতে পারে না!
আমিই কী পারছি মায়া কাটাতে?
আর পারছি না বলেই এখনো
সামান্য সবুজ ঘাসের ডগায় লেগে থাকা শিশির বিন্দু কে কী সুন্দর লাগে!
পৃথিবীর সকল কিছুই সুন্দর মনেহয়!
এই বেঁচে থাকা ভীষণ অর্থবহ মনেহয়!
শিরোনামহীন – ২৫২
তুমি কি জানো
ভালোবাসা কখনো
অংক কষে হয়না!
আমিও তাই তোমাকে
পাবো কী পাবো না
এইসব জটিল বিষয়
মাথায় রেখে ভালোবাসিনি!
যদিও জানি একদিন
জীবনের জটিল ধাঁধার সমাধান
পেয়ে যাবো ঠিক তোমাকে পেলে!
কিংবা ধরো পেলাম না কিন্তু
তাই বলে তো আমার ভালোবাসা
ফুরিয়ে যাবে না বরং আমি আমার
ভালোবাসা ছড়িয়ে দেবো
পৃথিবীর সকল প্রান্তে, নিঃসীম শূন্যে!
তোমাকে ভীষণ ভালোবাসি
এরচেয়ে বড়ো সত্যি
আর কিছু নেই আমার পৃথিবীতে!
শিরোনামহীন- ২৫৩
সেই তো কবে থেকেই খুঁজে ফিরছি
কোথায় আমার আমিটা থাকে
অথচ পাইনি খুঁজে একবারও!
লোকে বলে চোখ দুটো একদম
বন্ধ করে ধ্যানমগ্ন হৃদয় দিয়ে খুঁজে দেখো
পেয়ে যাবে একটা সময় নিশ্চিত!
তাই আমি কতোবার চোখ দুটো
বন্ধ করে খুঁজতে শুরু করলাম
কিন্তু পেলাম না কোথাও!
দেখি আমার সবখানেই
বসে আছো সেই তুমি!
সেই থেকে আমি আর কখনোই
আমার আমিকে খুঁজি না কারণ তুমি
ছাড়া বলো আর কে আছে আমার!
শিরোনামহীন – ২৫৪
বুকের ভাঙা দেয়ালের ফোঁকর
থেকে কার আর্তনাদ ভেসে আসে,
ওখানে কে আছো?
খুঁজে দেখি আমার আমিকে!
নেই, কোথাও কেউ নেই
শুধুমাত্র তুমি ছাড়া!
তাহলে আমিটা গেলো কোথায়?
আমি নেই, কোথাও আমি নেই,
কেউ নেই, কিছু নেই তুমি ছাড়া!
তারপর দেখলাম, শুধু একবুক
শুন্যতার কুয়াশায় ঢাকা ঘনঘোর
অন্ধকারে ভেসে আসে হৃদয় ভেঙে
দিয়ে তোমার চলে যাওয়া পথের
রক্তাক্ত ক্ষতচিহ্ন অশ্বক্ষুরাকৃতির
মতো বসে আছে, সেই থেকে
হলুদ পাতার মতো
চোখের জলের বন্যায়
ভেসে যাচ্ছে আমার আমি!
আরো পড়ুন- একগুচ্ছ সুফি কবিতা