পদাবলিপ্রচ্ছদ

টিটো মোস্তাফিজের হাইকু

১.
পেপার বাস্কেটে
লিপস্টিক মোছা টিস্যু
প্রেমের অটোগ্রাফ

২.
একটি মৌমাছি
ভাবে কোন ফুলে বসবে
আহ্ ইকেবানা

৩.
সাঁতারু ইঁদুর
আশ্রয় খোঁজে গাছে
ডুবন্ত বাড়ি

৪.
আলো অন্ধকার
এগজস্ট ফ্যান আর চিৎকার
গোপন কুঠুরি

৫.
আলো উচ্চতর
কিংবা নিকষ অন্ধকার
জানালা হীন ঘর

৬.
সরবে কাঁদছি
আজ তোমার প্রস্থানে
স্টকহোম সিন্ড্রোম

৭.
ইঁদুরের আশ্রয়
ডুবন্ত ঢেঁড়স গাছটা
ধেয়ে আসছে ঢল

৮.
সৈকতে ব্যস্ত
পারিবারিক ফটোগ্রাফার
কাটা ডাবে চুমুক

৯.
ছায়ারা ফিসফিসায়
কেঁদে ওঠে চাঁদনী রাতে
প্রাচীন সমাধি

১০.
কবরস্থান জুড়ে
একটি দাঁড়কাকের উড়ান
হারানো আত্মা

১১.
লতানো কুয়াশা
ভুতুড়ে জঙ্গলের মাঝে
অজানা আড়াল

১২.
মোমের আলো কাঁপে
ভুলে যাওয়া জীর্ণ বইয়ের পাশে
নিরব চিৎকার

১৩.
ভাঙ্গা গেট দিয়ে
দমকা হাওয়া বয়ে যায়
মৃত্যুর হাহাকার

১৪.
নীল ক্যানভাসের ‘পর
ধূসর মেঘের প্রবাহ
ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ

১৫.
হাতড়ে বের করি
যত কচলানো লেবু
হায় অগ্রাধিকার

১৬.
বারংবার আসে
রূপালী প্রহেলিকা
এ নহে মৎস্য

১৭.
সময় রাতদুপুর
পুরান ঢাকায় কাঁঠাল পাতায়
বিরিয়ানির ধুম

১৮.
বিধ্বস্ত বৈরুত
কোন ভাষায় বৃষ্টি পড়ে
কেউই জানে না

১৯.
ছোট মাছ বড় মাছ
হাঙর জলে অক্টোপাস
গল্প বহমান

২০.
ধূসর মেঘের প্রবাহ
অক্টোবরের আকাশ জুড়ে
ব্যাঙের ঐকতান

২১.
পানির নিচে ধান –
বৃষ্টিতে ভিজে মাছ ধরে
মুখে থার্মোমিটার

২২.
প্রায় পাঁচশত পায়
কাঁচামরিচ মহাশয়
অকালে বর্ষণ

২৩.
ঘুঘুদের ঘু ঘু
ফড়িং এর ওড়াউড়ি
শরতের দুপুর

২৪.
রেসের ঘোড়া
থামছে না শতকেও
সবজির বাজার

 

 

আরো পড়ুন- রুশিয়া জামান রত্নার কবিতা