টিটো মোস্তাফিজের হাইকু
১
বন্ধ হলো ডাক
ঐ নিরব পেয়িং বেডে
হঠাৎ ঝাঁকুনি
২
সম্পর্কের তাপ
ঘরে জমাট নারকেল তেল
বাইরে কুয়াশা
৩
জানান দিচ্ছে সে
আছি এবং থাকছি হে
হাড়ে কাঁপুনি
৪
ছোট্ট বাবুটা
বুকের ওপর ঘুমায়
বিড়াল ছানা
৫
পৌষ রজনী
শিমুলের বিচির শব্দ
কুকুর কুণ্ডলী
৬
দুপুরের রোদটা
দেহ বলে জ্যোৎস্না
শৈত্য প্রবাহ
৭
চুমুক চুমুক চা
সোনামুখি সুঁচ কোথা
দিচ্ছে খোঁচা
৮
কাঁথাটা ছেঁড়া
শিউরে শিউরে ওঠে
গা হাত-পা
৯
জমিয়ে কফি
ভুনাখিচুড়ির বাহার
শীত উদযাপন
১০
মেঘে ছাঁকে রোদ
হাত-পা কাঁপিয়ে দেয়
পৌষের ক্রোধ
১১
বাসন মাজা হাত
বুকে জমাট বাঁধে হায়
ঘন কুয়াশা
১২
ফাটা হাত-পা
টালি করা মেঝেতে
কনকনে ব্যাথা
১৩
ছেঁড়া কাঁথা গায়
ঢোকে জমাট কুয়াশা
বাসন মাজা হাত
১৪
পৌষের মাঝরাত
দানা বেঁধে এলো প্রায়
কুয়াশার কণা
১৫
মেঘের বাঘ
মেঘ ছাঁকা রৌদ্রতে
মন খারাপ
১৬
ল্যাপ্টানো শীত
ঠোঁট গাল বুকেতে
তোর অপেক্ষা
১৭
তুলসী পাতার চা
দ্বিপ্রহরের বাতাসটা
গায়ে দেয় কাঁটা
১৮
মাঘের শুরুতে
মেঘের দেশে বসবাস
নিজ দেশে প্রবাস
আরও পড়ুন- রুশিয়া জামান রত্নার কবিতা