টিটো মোস্তাফিজ এর কবিতাগুচ্ছ
প্রেমিকার প্রতি কবি
[ A Poet To His Beloved by William Butler Yeats অবলম্বনে ]
তোমাকে বয়ে আনি সশ্রদ্ধ হাতে
আমার অসংখ্য স্বপ্নের পুস্তক
গভীর প্রণয় পরিহিতা রমনী
যে ভাবে ঘুঘুরঙা সৈকত
পরে নেয় জোয়ারের পানি
বুড়ো সময়টার চুল দাড়ির চে সাদা
কানায় কানায় ভর্তি যে হৃদয়
অসংখ্য স্বপ্নে জড়ানো রমনী
আবেগী কবিতায় তোমাকেই আনি
দখলদার শীত
এ তো ঋতু নয় কোনো
দেখো চেয়ে চারিদিকে
গুঁড়োগুঁড়ো তুষারকণা
হাড়কাঁপানো বাতাস
আঙ্গুল অবশ করা পানি
পথশিশুর কান ব্যাথা
নিষ্ঠুর দখলদার এক।
রোঁয়া ফোলানো বুলবুলি
গালকামানো খেজুরগাছ
চুইয়ে পড়া মিষ্টি কান্না
জমাটবদ্ধ সয়াবিন তেল
মুক্তবাজারে তেজস্বী ভাব
সাদা অন্ধকারে আহাউহু
গরম ধুপি থেকে ওঠা ভাপ
টাইমলাইন দখল করে রাখা
মহান বায়বীয় লাভালাভ।
প্রশ্নমালা
কবি! কেমনে লিখো হে এমন কবিতা?
লিখিতে কবে থেকে? ছাত্র থাকার কালে?
উনপঞ্চাশ বায়ু পঞ্চাশ পার হলে?
নয়! খুলে বলো তবে, রহস্য ছবিতা।
বলো কে সে মায়াবী আড়ালে আবডালে
কোন কাশবনের সেলফি তোলা ষোড়শী
গেঁথেছে তোমায় উছলতার বড়শী!
হয় কি মাতামাতি গোপন মহলে?
হতে পারে নাকি কভু গোধূলিতে ভোর
স্বপনে তোমায় দেখি, হবে নাকি মোর?
জীবনানন্দের মত হাঁস হয়ে এসো
ভোরের আলোটা ফোটার আগে মেশো
নেশা ওগো শব্দমালা গাঁথার, বলো না
দৃষ্টি পরশ আশায় ক’জন ললনা?
নরঢিবি
গ্রিলের ওপারে কিছু নারিকেল গাছ
পিছন দিকটায় বিবর্ণ ক্যানভাস
ফ্যাকাসে নীলিমা যে নিয়ত বদলায়
ছাতাপড়া, কালিমাখা কি পেঁজা তূলায়
কখনো পায়রার বাক-বাকুম ডাক
তুমুল বর্ষণে ভেজা অসহায় কাক
তিরতির করে কেঁপে ওঠে সরু পাতা
দেখে যে ভরে ওঠে কারো ছবির খাতা
ইটের আওয়াজে ভাঙ্গে বোবা আঁধার
নরঢিবি ইমারত বাড়িবে আবার
দিনভর অতি আচার কানের তালা
স্টোন ক্রাশার গ্র্যান্ডার অবিরাম চালা
নরঢিবি উঁচু হয় যাবে না কি চাঁদে
একফালি আকাশটা নিরবেই কাঁদে!
আরো পড়ুন- শিশির আজমের কবিতা
ফেসবুকে ফলো করুন- পরমপাঠ