পদাবলি

পাঁচটি কবিতা- নজর উল ইসলাম 

সামনে কোন আলো নেই 

সামনে কোন আলো নেই অথচ আলোপাখির চারিপাশে

আওয়াজ উঠছে সমুদ্র ফোঁসা শব্দ তুলে — সময় কী ভাবে?

মৌতাত এখন আর মৌতাত নয় স্পষ্ট মরাখাত

রোদ্দুর ঘেঁষা খিদমত কাল শত্রু সম বেহায়া পাড়া…

 

হরিণ হয়ে গেছে 

প্রতিদিন চোখ ঠিকরে যাচ্ছে, প্রতিদিন দীর্ঘশ্বাস কেমন

উদাসী ফিকে জাদুকাঠি বেশ হরিণ হয়ে গেছে

আমরা যারা বাউন্ডুলে জড় হচ্ছি সমুখ দেখব কী –

অচেনায় ডুবে যাচ্ছে চেনার হিতৈষী মাতৃকা অনিয়মে…

 

ঘোলাটে 

দিনদিন ঘোলাটে হচ্ছে আয়নার সহজ বসত, শুধু

তুফান উড়ছে চক্রাকারে গল্পের জমি শেষ ক্রমশ

বিশুদ্ধ নেশায় খুঁজছি প্রেমময় পৃথিবীর হাতছানি

মনহীন মননে একে অপরের পিঠোপিঠি নিদেনপক্ষে…

 

 

বিলীন অন্তরালে 

তৃষ্ণার্ত ঠোঁটে গুঁজে দিচ্ছি চশমখোরের মতো বোবা পাথর

সহসা এক বিকেল ভালবাসা বিলীন অন্তরালে

বিষাদে পুড়ছে শতদিশার অন্তঃকরণ, কী হবে সভ্যতা মেপে

নিখুঁত সাহস উপড়ে আজ মরা ঘুড়ি ঝুলছে বিমূর্ত…

 

সমাধি সম্ভার 

কোথায় নিজেকে রাখি , নির্মমতায় পারঙ্গম সব লোপাট

কোন উজান-ভাটিতে আটকে মাঝপথে আমরা দিশেহারা

ঘোলাটে তামাশার জালে জীবন বিপন্নতার কিনারে

এখন রাজকীয় আতিশয্যে দেখছি শুধু সমাধি সম্ভার…

 

আরো পড়ুন- হেলাল সালাউদ্দীনের কবিতা