প্রচ্ছদবিবিধ

প্রেম নিয়ে জনপ্রিয় উক্তি

১. যখন প্রথম পৃথিবীতে ভালোবাসা আসে তখন সমস্ত প্রকৃতি ফুলের বিছানা পেতে তাকে সংবর্ধনা জানায়। -টমাস ক্যাম্পবেল।

২. হে বর্ষা, এতো বেশী ঝরো না যে আমার প্রেয়সী আমার কাছে আসতে না পারে। ও এসে যাওয়ার পর এত মূষলধারায় ঝরো যে ও যেন যেতেই না পারে। -মির্জা গালিব।

৩. ভালোবাসা ও যত্ন দিয়ে মরুর বুকেও ফুল ফোটানো যায়। – ডেভিড রস।

৪. হৃদয়ের জন্য বেদনা রয়েছে, হৃদয়ের জন্য আনন্দও। এই যে পৃথিবী এখানেই নরক রয়েছে, এখানেই স্বর্গ। সফল প্রেমই স্বর্গ বিফল প্রেমই নরক।

৫. ভালোবাসা গোল্প ঘ্রাণ

বুকের ভেতর একটি কৌটোয়

ভরাট থাকে সারা জনম!- জাহানারা আরজু।

৬. ভালোবাসা একটি সমায়িক সমাধি।- প্লেটো।

৭. স্বার্থক ভালোবাসা দুঃখ-যন্ত্রণা জয়ের এক উৎকৃষ্ট টনিক। -হেররিক।

৮. ভালো না বেসে যদি পারিস বেঁচে গেলি

কেননা ভালোবাসা মানেই ক্রমশঃ মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।- ফজল শাহাবুদ্দীন

৯. মহৎ বিদ্বেষ থেকেই জন্ম নেয় মহান প্রেম।-গ্যাঁটে

১০. ভালোবাসা আচ্ছাদন নয় বরং চোখের জল।- ইমারসন।

১১. ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়। -টেনিসন

১২. ভালোবাসা তালাবদ্ধ হৃদয়ের দরজা মূহূর্তেই খুলে দেয়।- টমাস মিডলটন।

১৩. প্রেম মানুষকে সকল প্রকার হতাশাকে থেকে রক্ষা করে।

১৪. কেন আমি আমার কানে এত আর্তনাদ শুনবো যখন তোমার হাত আমার হাতের মধ্যে।- ইভান পল।

১৫. তুমি না এলে একশ ভাবে মরণকে ডাকতে পারি। মৃত্যু তো তোমার মতো কঠিন হৃদয় নয় যে ডাকলেও সে আসবে না।- মির্জা গালিব।

১৬. অতি উত্তপ্ত ভালোবাসা খুব শ্রীঘ্রই শীতল হয়ে যায়।- জন হে উড।

১৭. এবার তাহলে যাই। যাবার আগে তোমার কাছে আমার হৃদয়টাকে রেখে যাচ্ছি। মাঝে মাঝে সে তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে।-দর্দ।

১৮. কারও কারও জীবনে প্রেম এমন একটি উপকরণ যা তাকে স্বস্তির দ্বারদেশে পৌঁছে দেয়। -সৈয়দ আলী আহসান।

১৯. প্রেমে পড়ে একমাত্র পুরুষেরাই করতে পারে দুরুহ ত্যাগ এবং দুঃসাধ্য-সাধন।- যাযাবর।

২০. তোর প্রেমের রসে আমি আরো হাজার বছর বাঁচিব।-আলাউদ্দিন আল আজাদ।

২১. একজন কবির হৃদয়ের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ভালোবাসা।- রিজিয়া রহমান।

 

 আরও পড়ুন- মির্জা গালিবের শায়েরী