পদাবলিপ্রচ্ছদ

একগুচ্ছ ছায়াছোট কবিতা- বদরুজ্জামান আলমগীর

রাষ্ট্র 

আমার সবচেয়ে প্রিয় আমার মৃতদেহ-
যার সাথে কোনদিই দেখা হবে না;
জানি রাষ্ট্র তুমি- ফিরেও তাকাবে না।

হেমলেট

সব মানুষই মূলে একজন হেমলেট
জল পান করার নামে ঢুকে পড়ে
লেলিহান আগুনের একা  ইশকুলে,
আগুন আলিঙ্গন করতে ডুবে যায়
জলের অঙ্কুরে, হিমঘর সংকুলে।

সুইসুতা 

আমরা যখন সুইসুতার মত
পাপড়ি ও নুনে পরস্পর গলিয়ে থাকি
কালের ফেরেশতারা জানুক
আদিবাসী নকশিকাঁথার উষ্ণতা শীত-
জন্মের আগের ও মৃত্যুর পরের সংবিৎ।

মডার্নিটি

এসেছে নয়া জমানার হাওয়া
বুড়োবুড়ি অশীতিপর বানিয়েছে
পিরামিডের ভীৎ প্রশস্ত চওড়া
টেলিস্কোপে চাইলে ওই দেখা যায়
পিরামিডের শীর্ষে গুটি কয় শিশু
নিচে টিমটিমে বাচ্চা গুড়াগাড়া।

ছাতা 

আজ বৃষ্টিতে মাথার উপর ছাতা খুলবো না
গাছ ভুলেও তো ছাতা মেলে ধরে না;
বৃষ্টি ভাববে আমিও একটি সবুজ গাছ!

 

সভ্যতা 

কোন জাতি, কোন সে জনপদকে সুশীল বলো
জমিজমার ভিড়ে নয়, না তারে প্রাসাদে তোলো
সবথেকে সভ্য বলো তারে যে ব্যথায় অগোছালো
মৃতদেহের সামনে নমিত যার চোখ ছলো ছলো।।

 

আরো পড়ুন- জামিল হাদীর কবিতা