রাহাত আহাম্মেদ এর কবিতা
আগুন থাকে অন্তরে
এই যে চোখে আগুন দেখো -আগুন থাকে অন্তরে
আগুন খুঁজো কথায় কথায় -মনের গহীন প্রান্তরে,
বুঝছিলে না
চাইছিলে না
আমার প্রেম আর মাখছিলে না
ডুবে ছিলে পাষাণ বাবার – নষ্ট সে সব মন্ত্র এ,
তাই তো চোখে আগুন দেখো – আগুন থাকে অন্তরে।
বাম হাতে তো বিচ্ছেদ লেখা
ডান হাতে লেখা সুখ,
কপালটাতে লেপ্টে আছে সব টাই যেনো দুঃখ,
দুঃখে দুঃখে দিন কাটাতে আমি বড়োই ক্লান্ত রে,
তাই তো চোখে আগুন দেখো – আগুন থাকে অন্তরে।
কোথাও আমি নেই
দেখো ভেঙে যাবে দূরত্ব মিছিল
তোমার পথে ট্রেন গতি হারিয়ে নির্জন কোনো পথে থমকে যাবে হঠাৎ,
তুমি অপেক্ষায় থাকবে – তুমল আকাঙ্ক্ষা নিয়ে,
গগনে কালো মেঘ
তুমি টের পাবে না কিছুই,
হঠাৎ বৃষ্টি তোমার চোখ বেয়ে নাকে তারপর মাটিতে পড়বে টুপটুপ
আমাকে ভীষণ মনে পড়বে – চোখের জলে হাতড়াতে হাতড়াতে আমায় খুঁজবে!
তবে,
কোথাও আমি নেই
তোমার এই অবহেলার শহরে – যেন কোথাও আমি নেই।
শৈশব কৈশোরের টানাটানি
বাস্তবতা মানুষকে বিরক্ত করে
কিন্তু কল্পনা কখনও বিরক্ত করে না আমাদের,
তবে কি!
কোনও কিছুই আর শুরু থেকে শুরু করা সম্ভব?
তাহলে আমি ফিরে যেতে চাইতাম পনেরো কিংবা ষোলো তে,
কি মধুর ছিলো শৈশব কৈশোরের টানাটানি!
সব কিছু ভালো লাগতো,
সব কিছু!
যেমন- জানতাম না কষ্টের রঙ লাল আর বেদনার রঙ নীল হয়,
সব রঙে রঙ মেশাতাম
সব রঙে ই কেবল সৌন্দর্য খুঁজতাম,
এখন..
অনেক কিছুই মনে হয়,
কি নিষ্ঠুর সময়!
মানুষ তার বয়স বাড়াতে বেঁচে থাকার আনন্দ হারায়।
নিজের জন্য বাঁচো
যেভাবে ভুলে থাকো ভালো থেকো যেনো,
বেঁচে আছি মেনে নিয়ে ভালো থাকা কেনো,
ভিষণ একা
মেঘলা দিন
বিষন্ন রাত চলে যায় যেমন-
ভালো থাকার তুমিই কারন এই কথাটা মানো,
বেঁচে আছি মেনে নিয়ে ভালো থাকা কেনো।
দুঃখ রটাও
কেউ না শুনে
নিজের জন্য নিজেই বাঁচো
হঠাৎ কখন চলে যাবে তা নিজেই তো না জানো!
বেঁচে আছি মেনে নিয়ে ভালো থাকা কেনো।
ভাবছো তুমি
কেউ থাকে না
তোমার দুঃখে কেউ কাদেনা
নিজের জন্য নিজের ক্ষেতে নিজেই ফসল বুনো
বেঁচে আছি মেনে নিয়ে ভালো থাকা কেনো।
রং চা
কোনও এক হেমন্তের সন্ধ্যায় তুমি বসে বসে পান্থপথ মোড়ে
টং দোকানের ধোঁয়াসে রং চায়ের কাপ তোমার নরম ঠোঁট স্পর্শ পেলে
ঠিক সেই দিন তোমার প্রেমে পড়ে ছিলাম –
কতো কিছু অজানা!
কতো কিছু অচেনা!
প্রায় সারে চার মিনিট তোমার চুমু খেয়েছে যে কাপ – তার উপর প্রচন্ড হিংসে হয়েছে সেদিন,
যে বন্ধু তোমাকে বলেছিলো!
চল এবার উঠি-
সত্যি তারে আমার শত্রু মনে হয়েছিল
পরম শত্রু,
সেই যে তোমার চলে যাওয়া..!
এর পরে আমি অনুভব করেছি – যেনো সব প্রেম ই প্রথম প্রেম,
যেনো প্রথম দেখায়ও হয় ভালোলাগা।
আরও পড়ুন- জহুর কবিরের কবিতা