শিশির আজমের একগুচ্ছ কবিতা
দাবা
টিভিতে দেখলাম দাবা অলিম্পিয়াডে ইসরাইলি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে
অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশের একজন দাবাড়ু
কেন
কেননা ইসরাইল গণহত্যাকারী রাষ্ট্র
তো গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে ইসরাইল যদি দাবা অলিম্পিয়াডে
তার প্রতিনিধি পাঠাতে পারে
তাহলে রাশিয়া কী দোষ করলো
এটা ন্যাক্কারজনক ওনার অভিমত
প্রকারান্তরে এটা গণহত্যাকে উৎসাহিত করে
রাশিয়ার প্রতিনিধি কেন এই প্রতিযোগিতায় নেই
আর মার্কিন তুর্কি বা জাপানিরা কেন এখানে
ওরা বুঝি হাতের রক্ত সব ধুয়ে ফেলেছে
বেশ
আমরা জানি দাবাড়ুদের কি প্রখর বুদ্ধিমত্তার অধিকারী হতে হয়
প্রখর
কতোটা প্রখর
জাপানি মার্কিন বা রুশ প্রেসিডেন্টের চেয়েও বেশি
কলকাতা
কতবার কলকাতা এসেছি একবারও ঋত্বিকের দেখা পাইনি
জয়নুলকেও পাইনি
রবি ঠাকুর এখন কোথায় কেউ বলতে পারেন
কলকাতায় এসে যাদেরকে পাবো বলে আকাঙ্ক্ষা ছিল বা প্রতিশ্রুত ছিলাম
বোধ করি তাদের কাউকেই পাইনি
অথবা আংশিক পেয়েছি
আখতারিবাঈ এখন কোথায়
ঈশ্বরচন্দ্র
আলাউদ্দিন খাঁ
আচ্ছা এই যে আমি কলকাতা এসেছি সত্যি এটা কলকাতা তো
মানে এতো এতো ঘামের গন্ধ
রক্তের তাপ
পূর্ববঙ্গ থেকে ধেয়ে আসা আসাম থেকে ত্রিপুরা থেকে
এতোদিনেও শহরটা পারছে না ধুয়ে ফেলতে
ঘামের গন্ধ রক্তের দাগ
ঘাম
রক্ত
শহর কলকাতা
হ্যা কলকাতা এসে আজও আমি কলকাতার দেখা পাইনি
একুশ
‘একুশের ওপর কেন তোমার এতোটা বিশ্বাস,’ জিগ্যেস করলাম সুকান্তকে
সুকান্ত
সুকান্ত ভট্টাচার্য
আমার বন্ধু,
‘একুশের ওপর কেন তোমার এতো প্যাশান কোলাজ নির্ভরতা?’
‘একুশ এক নিষ্কলঙ্ক সকাল,’ বললো সুকান্ত,
শুরুরও শুরু আছে
কিন্তু একুশ থেকেই তো আমাদের সত্যিকার নিজেকে চেনা
নিজের দিকে ফেরা
আর অন্ধকার বিস্ময়ের তন্দ্রা মুছে একুশ এক গণগনে তারুন্য
এক আগ্নেয়গিরি
এক সূর্য
বিপুল তরঙ্গে সব হিংসা কলুষ কীটনাশকের শিশি ধুয়ে
ভাসিয়ে নিয়ে যায়
কেবল রয়ে যায় বিনোদিনী দাসীর হারিয়ে যাওয়া আংটি
কৃষ্ণচূড়া ফুলের রক্ত
কল্যাণ
আর হ্যা ভাল করে দেখো তোমার ভেতরেই একুশ
আছে হয় তো।’
চিচিং ফাঁক
ইদানিং সংখ্যায় কবিতা অনেক বেড়ে গেছে
অথচ
পাখি কমছে
নদী কমছে
আকাশ একটা
সূর্যও মাত্র একটা
আর এতো এতো কবিতা উৎসব
ব্লগজিন
টিভিতে কবিতা পাঠ
এতো এতো পুরষ্কার
ভাবছি সব ছেড়েছুঁড়ে
কবিতাই লিখবো
কিন্তু আমি কনফিউজড
কবিতা লিখে
আমার নিজের একটা আকাশ কি হবে
নিজের একটা সূর্য
নিজের
রক্তজবা
আপনারা জানেন রক্ত আর রক্তজবা ফুলের ভেতর কোন সম্পর্ক নেই
কিন্তু আমি যখন কোন রক্ত দেখি
হোক তা মাছের রক্ত বা তেলাপোকার
অথবা খুব কাছের আর অতিসাধারণ এক নক্ষত্রের রক্ত
অথবা ফুটফুটে এক বালুচ শিশুর রক্ত
আমার কিন্তু রক্তজবা ফুলের কথাই মনে আসে
আচ্ছা রক্তজবা ফুল কোথায় পাওয়া যায় কেউ জানেন
আর হ্যা রক্তজবা নামে সত্যি কোন ফুল কি পৃথিবীতে আছে
আরো পড়ুন- সাব্বির আহমদ এর কবিতা