পদাবলিপ্রচ্ছদ

সুশান্ত হালদারের কবিতাগুচ্ছ

আহাজারি  

পাহাড়ে বসা বিকেল, ভাবে
কোথা’ থেকে এলাম, যাবোইবা কত দূর?
আড়িপাতা সূর্য্য কানেকানে বলে
পথিকের পথ সুদূরপ্রসারী…..
অচিন্ত্যপুর থেকে ভাগীরথী, মহানন্দা থেকে ভল্গা মিসিসিপি
যে প্রলাপে ছেড়েছ ঘর, সে-ও হবে সাথী
মনে রেখ
নির্ভার হবে না তোমার আকাশঘেরা  মেঘবৃষ্টি স্মৃতি

ফুলেরা দৌড় বিশারদ
সাঁতারে পটু রাত্রি জাগা কামিনী
তবে কি আগুন উৎসবে আজ ধুলিমাখা  আলেকজান্ডা যামিনী?
এমনই প্রশ্নে
সময়ের ঘন্টায় শুনি শুধু দিনান্তের ‘আহাজারি’!

 

বিষলক্ষার ছুরি 

অমিমাংসিত সমস্যায় তুমিই একমাত্র দণ্ডদায়িনী
যে প্রেম নয়
নিয়ে এসেছো ভালোবাসার বিষলক্ষার ছুরি,
সমবেত সুধী
আপনাদের বিশ্বাস আর অবিশ্বাসে
আজ আর কিছুই যায় আসে না আমার
কারণ- গ্যালিলিও দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন দ্বিতীয়বার
সক্রেটিস তো ভুলেই গেলেন দার্শনিক তত্ত্বে বেঁচে থাকার অধিকার,
আর আমি (?)
একিলিস হিংস্রতায় বেছে নিলাম হেলেন অধ্যূষিত মেসেডোনিয়ান ভূমি!

মরে গিয়ে বেঁচে ওঠা 

সকালে মরে বিকেলেই বেঁচে ওঠা
এরই মধ্যে কেটে গ্যাছে পাঁচ ছয় ঘন্টা, আর
ঘটে গ্যাছে বিস্তর ঘটনা,
জমি নিয়ে ফ্যাসাদে ব্রাহ্মণবাড়িয়া
লাল টিপে পাগলপ্রায় স্বামী তাড়ানো সুনীতা
ধর্ষিতার খেতাবে শহীদ হলো মাগুরার আছিয়া
ধর্ষক নাকি এখনো বাঁচার জন্য মরিয়া
প্রতিবাদে মুখরিত কান্দালঙ্কার মুখপোড়া রহিমা
বোকাসোকা শ্রীহট্টের ঋণখেলাপী অস্থিচর্মসার পাপিয়া
আগুন উৎসবে কেউ কেউ জারি করেছে হুলিয়া
নুলা তুণ্ডা বাবুল নাকি জলজ্যান্ত নিজেই আস্ত ‘হাবিয়া’
গুম খুন আর ছিনতাইয়ে আতঙ্কগ্রস্ত হরিহরদিয়া,
এমন-ই দিনে মরে গিয়ে বেঁচে ওঠা…
সত্যিই যেন মেঘ-ঢাকা আকাশে আষাঢ়স্য মাঘী-পূর্ণিমা!

 

মৃত্যু ভয়ে পন্টিয়াস 

পন্টিয়াস, কি শাস্তি দেবে
মৃত্যুদণ্ড নাকি আমৃত্যু কারাদণ্ড?
সমবেত সুধী….
আজ গণতন্ত্রহীন রোম নগরী
আপনাদের যে আক্রোশ আর সদইচ্ছার বিরুদ্ধে
খড়্গের যে অশুভ নিশান নেমে এসেছে যোহন চত্বরে
তারই রক্তস্রোত নদীতে অবগাহনর‍ত  মুসাফির এক আমি

যদি বলেন
ধর্মতাত্ত্বিক যোগাসনে রাজ্য বিলুপ্তি হবে
প্রতিধ্বনিত ঘন্টায় মর্মরিত হবে ব্যাবিলন যিউস
তাহলে উঠুক ধূলিঝড় জেরুজালেম থেকে রোম প্রাচ্য ইটালিতে
যেখানে প্রতিটি ঘরে প্রতিটি মানুষ ক্রুশবিদ্ধ যীশু-ই হবে!

 

সত্য-দণ্ডের অগ্নি 

জবান বন্ধ রেখেছি
যখন দেখলাম হা করা মুখে সত্য-দণ্ডের অগ্নি
বিস্ফারিত চোখ বিনিদ্রিত রেখেছি
যখন দেখলাম বিষ্ণুযোগে ভর করেছে  মধুকৈটভ ভৈরবী
দীর্ঘশ্বাস বুকে তাই…….
প্রাণদণ্ডের নির্লিপ্ত উড়ে আসা বসন্ত-ছাই

এভাবেও বেঁচে থাকা যায়
যখন হেমলক পেয়ালায় মানুষ ‘সক্রেটিস’ হয়!

 

আরও পড়ুন- অনন্ত পৃথ্বীরাজের কবিতাগুচ্ছ

ফলো করুন- পরমপাঠ সাহিত্য পত্রিকা