পদাবলিপ্রচ্ছদ

সুশান্ত হালদারের কবিতা

নৃশংস

আমাকে ছুঁয়ে দেখ

ভূগোলের সব সীমানাই আজ অমিমাংসিত

তবে কি চূর্ণ ললাটে বিষুবীয় রেখায় কিয়েভের দ্রাঘিমাংশ?

আমাকে ছুঁয়ে দেখ

ভগ্নাংশের সব শূন্যই আজ পীথাগোরাস থেকে বিচ্ছিন্ন

তবে কি সাতচল্লিশ থেকে বাহান্ন অথবা উনসত্তর

থেকে একাত্তর আজ জনবিচ্ছিন্ন?

যদি তাই-ই হয় তবে মনে রেখ

আর্য এবং অনার্য নিধনে ভবিষ্যৎ হবে সাদ্দাম থেকেও নৃশংস!

 

সবই আছে শুধু তুমি ছাড়া আমি নাই 

বন্দুক আছে গুলি নাই

তারমানে

গণতন্ত্র আছে আইন নাই

পুলিশ আছে পাহারা নাই

এমন অবস্থায় যদি বলেন

বউ আছে ঘর নাই

খাট আছে বিছানা নাই

তবে তো আপনি-ই মহারাজ

যার কাছে জনগণের দাম নাই

 

অফিস আছে কেরানী নাই

মালি আছে বাগান নাই

রুগী আছে ঔষধ নাই

স্যাকমো আছে ডাক্তার নাই

তারমানে

বাজেট আছে টাকা নাই

বেতন আছে কাম নাই

কাগজ আছে কলম নাই

ফোন আছে কল নাই

মুখ আছে হাসি নাই

ব্যান্ডেজ আছে গজ নাই

এমবি আছে নেট নাই

বেকার পোলার ঘর নাই

মহব্বতে ভাত নাই

তৈল আছে চিন্তা নাই

নাই নাই, খারাপ লোকের অভাব নাই

ভাগ আছে হক নাই

নেতা আছে কর্মী নাই

যদি বলি

মাছ আছে জল নাই

তাহলে

খটকা আছে যাচাই করার মানুষ নাই

যুদ্ধ আছে দেশ নাই

পতাকা আছে রঙ নাই

গাড়ি আছে রাস্তা নাই

কবি আছে কবিতা নাই

বই আছে লেখা নাই

ফেবু খুললেই

ঢং আছে মাথামুণ্ডু কিচ্ছু নাই

পরিশেষে

ছোবড়া আছে শাঁস নাই

ব্যাংক আছে টাকা নাই

ঘুষ আছে মাইনা নাই

টেবিল আছে চেয়ার নাই

ধমক আছে আদর নাই

ছালা আছে আম নাই

এমন অবস্থায়

গঠন আছে তন্ত্র নাই

ভেন্যু আছে মিটিং নাই

মিছিল আছে শ্লোগান নাই

দেশ আছে একতা নাই

ধর্ম আছে ধার্মিক নাই

কোর্ট আছে জজ নাই

বেকার আছে জব নাই

 

নাই নাই কিচ্ছু নাই

শুধু তুমি ছাড়া আমি নাই

..ক্রিয়া আছে প্রেম নাই

গাছ আছে ফল নাই

চর আছে নদী নাই

ফুল আছে গন্ধ নাই

মানুষ আছে হৃদয় নাই

গণস্বাস্থ্য আছে জাফরুল্লাহ ভাই নাই

প্রেম আছে সব আছে

শুধু দেশের স্বার্থে বোধ বুদ্ধির অভাব আছে!

 

এজিদের দলে বাঙালি মাতাল

যতই মানুষ দেখি

ভেতর থেকে ওঠে আসে বিতৃষ্ণার বমি

তারচে ঢের ভালো প্রজাপতি, দানে তুষ্ট প্রকৃতি

হালালে হারাম, মিথ্যায় হয়েছে সিমার

জীবনানন্দ বুঝি না বলে এজিদের দলে বাঙালি মাতাল

 

যতই মানুষ দেখি

অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি….

চোরাবালির গর্তে আটকে গেছি আমি,

তোমরা যারা পায়ে পায়ে হেঁটে যাচ্ছো জীবনানন্দের বাড়ি

তারাই দেখি উপড়ে নিচ্ছো রবি ঠাকুরের দাড়ি!

 

আরও পড়ুন- মির্জা গালিবের শায়েরী