সৌপর্ণ মাছুম এর পদাবলি
ত্রিভুবনে বাজে শুনি
বেহেশত ঐ এল নেমে নূর নবীজির সাথে
মা আমেনা দেখেন চেয়ে নূরানী প্রভাতে ।।
ত্রিভুবনে বাজে শুনি
মধুর শাহাদতের ধ্বনি
রওজা মদিনাতে তাঁহার জন্ম মক্কাতে ।।
নবীর কাঁধে যেত দেখা
তাওহিদের কালেমা লেখা
ইয়া উম্মাতি বলে যিনি না ঘুমায় রাতে ।।
নয় ফেরেশতা নয় সে মানব
সবাই তাঁহার করে যে স্তব
ধন-সম্পদ, রহমতের চাবি তাঁর হাতে ।।
নূরেরি ফুল নূরনবীজি
রাসূল কী ফুল জানো আগে প্রেমের বাগানে
নূরেরি ফুল নূর নবীজি জগৎ পাগল ঘ্রাণে ।।
এলেন রাসূল ধরে কায়া
তবু তাঁর ছিল না ছায়া
মানুষ রূপে শাহাদতের বাণী সে আনে ।।
নূরে খোদা নূরনবী
খোদারি সে প্রতিচ্ছবি
তাঁরি নূরে সৃজন সবি সবাই তা জানে ।।
খোদার যত রহম আছে
সবি জমা নবীর কাছে
ত্রিভুবনের রহম নবী বলা কোরআনে ।।
চল্ যাই মদিনায়
কোথায় তোরা সবাই চল্ যাই মদিনায়
সেথা নবীজি ডাকছে ওই শোনা যায় ।।
তাড়াতাড়ি যেতে হবে সেখানে
নইলে আঁধার নামে কখন কে জানে
আঁধার নামার আগে চল্ পথ সাহারায় ।।
কেঁদে কেঁদে মরিস না আর পথেতে
দুঃখ দূর হবে নবীনাম জপেতে
জিয়ারত করে ফেরেশতা পাক রওয়াজায় ।।
দো-জাহানের রহমত তুমি হে রাসূল
তোমায় পেয়ে ধন্য হলো সৃষ্টিকুল
ডাকি তোমায় রাসূল সাড়া দাও আমায় ।।
আরও পড়ুন- জামিল হাদীর কবিতা