আসছে মুশফিকা রাহমানের কবিতাগ্রন্থ- আজ বাইশে নয় তেইশে শ্রাবণ
প্রেমময় অনুভূতি, বাস্তব উপলব্ধি, শৈশবের স্মৃতি ও কল্পনার গভীরতা নিয়ে মুশফিকা রাহমানের কবিতাগ্রন্থ- “আজ বাইশে নয় তেইশে শ্রাবণ”।
অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হতে যাচ্ছে কবি মুশফিকা রাহমান প্রণীত কাব্যগ্রন্থ ” আজ বাইশে নয় তেইশে শ্রাবণ”।
প্রকৃতি, শৈশবের স্মৃতি, একাকীত্ব, প্রেমের কোমলতা এবং বিষাদের সুর নিয়ে তাঁর রচিত কবিতাগুলো এক মলাটে প্রকাশিত হচ্ছে। বইটি প্রকাশ করছেন দাঁড়িকমা প্রকাশন।
কবি মুশফিকা রাহমান দীর্ঘসময় ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিরলসভাবে লিখে আসছেন ছড়া, কবিতা, গল্প।
তাঁর কবিতায় আধ্যাত্ম চেতনা, মূল্যবোধ, প্রকৃতি, প্রেম, বিষাদ, ন্যায়পরায়ণতা সুনিপুণভাবে ফুটে ওঠেছে।
কবি মুশফিকা রাহমান ২৬শে ফাল্গুন চাঁদপুর জেলার হলদিয়া গ্রামে জন্ম গ্রহণ করেছেন, সেখানেই বেড়ে ওঠা। বর্তমান আবাসস্থল ঢাকার সাভার।
মলাট উন্মোচনের পর বইটি পাওয়া যাবে দাঁড়িকমা প্রকাশন শো-রুম এবং বইমেলার স্টলে। এ ছাড়া যে কোনো অনলাইন বুকশপেও পাওয়া যাবে।
নতুন বই- জামিল হাদীর কবিতাগ্রন্থ- ফেরাউন বধ