প্রচ্ছদবিবিধ

টাইম ট্রাভেল রহস্য নিয়ে আসছে আনিকা জাহীন-এর ১ম উপন্যাস- ডিকোহেরেন্স

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হতে যাচ্ছে আনিকা জাহীন এর নতুন উপন্যাস “ডিকোহেরেন্স”। এটি একটি কল্পনাপ্রসূত সায়েন্স ফিকশন গল্প, যেখানে অতীত এবং ভবিষ্যতের মাঝে এক রহস্যময় লুপের সৃষ্টি হয়। লেখিকা তাঁর লেখায় বাস্তবতার সীমা ভেঙে, এক অবাস্তব এবং অদ্ভুত পৃথিবী তৈরি করেছেন, যেখানে ঘটনাগুলি বারবার পুনরাবৃত্তি হয় এবং চরিত্ররা নিজেদের অতীত এবং ভবিষ্যতের মধ্যে আটকে পড়ে।  গল্পের মূল চরিত্র, শান রাইয়ান, টাইম ট্রাভেলের মাধ্যমে অতীত ও ভবিষ্যতের মধ্য দিয়ে ভ্রমণ করেন। তাঁর মিশনগুলো বাস্তবতা এবং কল্পনার সীমানা ভেঙে এক নতুন, অদ্ভুত বাস্তবতায় পৌঁছে যায়। এই উপন্যাসে লেখিকা কল্পনাপ্রসূত বৈজ্ঞানিক থিওরি, কোয়ান্টাম ডিকোহেরেন্স এবং টাইম লুপের ধারণা নিয়ে এক সাসপেন্সফুল জার্নি উপস্থাপন করেছেন।

আনিকা জাহীন বর্তমানে মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা অধ্যাপক ড. মো: মিজানুর রহমান এবং মা ডা. ফারজানা সুলতানা নূর। আনিকা ছোটবেলা থেকেই কল্পনা এবং গল্প লেখার প্রতি আগ্রহী এবং এটা তাঁর প্রথম উপন্যাস। লেখালেখির প্রতি আগ্রহের শুরু থেকে তাঁর পরিবার তাকে সবসময় উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে।

এই উপন্যাসটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশন, এবং এটি বইমেলা ২০২৫-এ পাওয়া যাবে প্রকাশনীর স্টল ও শো-রুমে, পাশাপাশি অনলাইন বুকশপেও পাওয়া যাবে।

 

নতুন বই- মুশফিকা রাহমানের কবিতাগ্রন্থ- আজ বাইশে নয় তেইশে শ্রাবণ