পদাবলিপ্রচ্ছদ

একগুচ্ছ কবিতা- নজর উল ইসলাম

তারার রাত্রি

সোনালী স্বপ্নগুলো তারার জীবন চায়

দিনবাহিত রাত্রি আসে তাও যেন ওম পায়

পাখির পোশাকি পালকে ঢাকা সাহসী উদ্বেগ

নৌকা ছেড়ে যেন দু’পাখায় হেসে উঠি

জন্ম ভাসান এক হারানো ঠিকানা

শিল্প খুঁজি আর খুঁজি শব্দবিন্দু ইশারা

পালিত দরিয়া আমার পিপাসু তীব্র

ডানায় ভূমির অসংখ্য ভ্রমরকীট

সহজ সুতোয় বেঁধে পূর্ণ পবিত্রতায়

একদিন ভেসে যাব স্বপ্নের কিনারায়

দোলনার দোলাচলে সকল ছন্দবোধ

বুঝিনি কী পাথরের অঝোর কান্না

চোখের পাতা যদি ছাইও ভাষ্য হয়

আদমের বাচ্চা আমি অশ্রুসজল

কাজলে-কৌশলে সেদিনও দোষী

লজ্জায় ঢেকে যায় আপমর জীবন…

 

আগ্নেয়

গোপন ফুল সংহারে স্বপ্নমাখা গ্রহণ

ইচ্ছের জৈবিক ইস্তেহার জুড়ে উড়ান ডানা

শেষ স্টেশন এলেও পথ থামে না

যোজনার ইতিবৃত্ত গা-কথায় পাথর

নির্বোধ উত্তরগুলো সাঁতরে উঠছে দেখে

প্রেম পরাগ অভিসারে আদিগন্ত উত্তাল

প্রিয় সমর্পণ ঘিরে সন্ন্যাসবোধ

ময়ূর-সংরাগ ছুঁতে ছুঁতে মোহনশীল

যতদূরে চোখ যায় যতদূর মন

আগুন সরণি ধরে অভিবাসন

সমগ্র ছবি যদি অপরূপ নদী হত

আমি তার বুকের পাখি সুশোভন…

 

ছায়াপথ

জোছনার রাত ছিল মন-সংরাগের অতল

তল্লাশি,ভাঙা হাওয়া মেঘাতুর মুকুলিত বোধ

শেকল ছেঁড়া কবেকার দেখেছে দু’চোখ

খাবি-খাওয়া দোলাচলে রম্যতা অনেক

রাতজাগা রাত্রি বোঝে পিপাসার সার্যুগ্য প্রেম

পথিক শুধু হেঁটে চলে স্বরের ব্যথায়

পাগল মর্মের কাছে খাঁটি ধরে সমূহ যন্ত্রনায়

গর্ভবাসের আকুলি সংসার ভেঙে যখন পতিত

মাটির ওম আর আবেশ মথিত আশা

দু’ভাগ দু’ই পথে রাঙা সন্ন্যাসে

সহজ পাখির প্রণয় যে ভেঙেছে

গিরিখাতে আজ সব জলের নিরালয়

জোয়ারের পরিণতি ভিখারি অন্বেষায়

জিজ্ঞাসার পুতুল সর্বস্ব লগ্নভ্রষ্ট অভিমান

সাহসী মেঘগুলো গোধূলি ধূসরে

ভাঙা আয়নায় অনুভব খেলছে,

স্মৃতি শুধু স্মৃতি ছায়াপথ জুড়ে আছে…

 

বাগান

বনজোছনায় হারাই শুধু , পাখি-পরিচয়

প্রেয়সী সুলগ্নে কেন আসিনা বিভ্রমে

আমার জীবন-ফুল অখন্ড সাঁতরে আকুল

বিলকুল জেনে গেছি মিশুকে পবিত্রতা

অন্ধকার গুলো মুছে দিও দু’হাতে

অনায়াসে জিরিয়ে নেব মুখোমুখি বিনত

নীল-নাগরিক সুষমা বিলিয়ে যত প্রশান্তি

গভীর মননে ডুবি সাহসী ভালবাসায়

বন্দনার মেঘে যে আরোগ্য রচনা

ভাষ্য ঠোঁটে ঠোঁটে পালিত অবিরত

একফালি রোদ যদি ঝিকমিকিয়ে আবেশে

বালুকাবেলার রঙ নিজলয় হয়ে ওঠে

রঙের আড়চোখে অবিচল ক্ষুধায়

নিপুণ মন-আঁকা প্রকৃতির সম্ভাষণ

তুমি তো আমারই মানচিত্র প্রচ্ছদে

আরও কী ভেতরে রহস্যের বাগান…

 

বিনীত আলাপন

যৌথ খামারে আমাদের জীবন জোড়া

পৃথিবীর উথাল-পাথাল এখানেই স্বপ্নমাখা

রাত পোহালেই যেমন দিনমণি রোদ-রোমাঞ্চ

সব ফন্দি-ফিকির সময়ের দোলাচলে ফেরে

গা-ঘেঁষা রক্ত-সন্নিবেশ সুনিপুণ আনমনে

যেন গিঁট বাঁধা ছিল বন্ধন যুগলে

আলোমন বাতাস ধুয়ে শুভ্র-সকাল

ভেজা হাসির অক্ষরে দীপ্তময় মন

বাঁধভাঙা প্রাণশক্তি সঞ্চারী ধারাবাহিক

অছিলার মাঝে মন-বিনীত নদীর আলাপন

মেঘভাসি বানভাসি হয় পূর্ণতা ছুঁয়ে

কাহিনি ভুলে একাকার শিহরণে পাগল

অধ্যায় উর্ত্তীর্ণ উত্তাপে রাঙা বালুকাবেলা

অনন্তে ফোটে অপার্থিব ফুল -জিজ্ঞাসা…

 

আরও পড়ুন- রোহিত ঘোষালের কবিতা