রুশিয়া জামান রত্নার কবিতা
আমার কেউ আছে
আমার আকাশ জুড়ে
যখন থোকা থোকা মেঘ জমে
গাঢ় অন্ধকার নেমে আসে
তখন তুমি নামের একফালি রুপালি চাঁদ
মেঘের ফাঁকে, উঁকি দিয়ে বলে, “আমি আছি”
জোয়ার তরঙ্গে আমার দুকূল
যখন প্লাবিত হয় বেদনার জলে
আত্মবিশ্বাসের বাঁধ ভেঙে পড়ে
তখন তুমি নামের একখানি আশ্রয়
ঠাঁয় দাঁড়িয়ে থাকে, আমায় অভয় দিয়ে বলে,
“আমি আছি”
ঘৃণায় অভিমানে আমার চারপাশের সবাই
যখন দূরে সরে যায়
অবাধ্য অশ্রু যখন চোখের সীমানা ছেড়ে
উপচে পড়ে গালে
তখন তুমি নামের একখানি কাঁধে
মাথা রেখে আমি বুঝি, “আমার কেউ আছে”
অভি
আমাকে কেউই কখনো ভালোবাসেনি
আসলে, আমি কারো ভালোবাসা পাবার যোগ্যও ছিলাম না
না-রুপে, না-গুণে, না-কামনায়
কোনটাই এ নির্বোধ মস্তিষ্ক শুষে নিতে পারেনি
আমাকে করতে পারেনি কোন মহীয়সী নারী।
কেউ কখনো একটি রক্ত গোলাপ হাতে
দাঁড়িয়ে থেকে বলেনি, “প্রেয়সী এটা তোমার তরে”
আমার শুষ্ক ঠোঁটের হাসি দেখে
কখনোও কারো বুকে ঢেউ খেলেনি
একটি বারেরও জন্যও কেউ বলেনি-
“তোমারে স্মরিয়া হলাম না হয় কবি”।
তাই, নিজের কল্পনায়, আমি তাকে তৈরি করেছি
নিজেই নিজের প্রেমের স্রষ্টা হয়েছি
সপ্ন দেখেছি, ঘর বেঁধেছি
আর তার নাম রেখেছি — ” অভি”
প্রত্যাবর্তন
আমারে আবার ডাকিও তুমি
জোছনা শোভিত তারা ভরা রাতে
সরিষা ক্ষেতের সবুজ ঘাস হয়ে
আমি জেগে রবো।
ডাকিও তুমি -ভরা আমাবস্যার নিঝুম আঁধারে
আমি জোনাকি হয়ে আলো দিবো
গুঞ্জন ভেসে এলে
বুঝে নিও নই আমি দূরে।
পাখি হয়ে ডানা ঝাপটে
বুঝিয়ে দেবো অস্থিরতা, কাছে যদি ডাকো
চাও যদি আবার আমারে ।
যদি মনে পড়ে
ঝড় -বৃষ্টি কিংবা দুঃস্বপ্নের রাতে
জানলা খুলে দেখো আকাশ
বুকটা ভরে নিও নিশ্বাস
বাতাসের কণায় আদ্রতায় মিশে
লেপ্টে থাকা জলকণা হবো।
হাজার বছর ধরে- তেপান্তরে
অশ্বত্থ গাছ হয়ে রবো
তোমার অপেক্ষায়।
সে পথে ভুল করে হলেও-
খুঁজে বেড়াও যদি আবার আমারে।
ভুলে যাওয়া
বহুদিন তো হয় না দেখা, হবেও না আর
দেখা না হতে না হতে,
একসময় ভুলে যাবো
তুমি কে ছিলে?
তোমাকে ভুলে যাবো,
তোমার নাম ভুলে যাবো
তোমার লেখা উপন্যাসের,
প্রতিটি চরিত্র ভুলে যাবো —
চেষ্টা করেও মনে করতে পারবো না,
ঠিক কোথায়, তোমার ঠোঁটের ছোঁয়া ছিল?
ইচ্ছে হলেও খুঁজে পাবো না,
বুকের ঠিক কোথায় ছিল,
তোমার একান্ত আনাগোনা?
সকালের ভোরে কুয়াশা মেশানো যে পথ
ফেলে এসেছি অনেক আগেই
চাইলেও সে পথে, বোধ করি- যাওয়া হবে না।
তুমিও ভুলে যাবে–
হয়তো বা যাবে না।
ভুলে যাওয়া না যাওয়ার দ্বন্দ্বে, তুমি উদ্ভ্রান্ত হবে
আমি হবো হারিয়ে ফেলা প্রেয়সীর ছবি
ডাকবাক্সে না ফেলা শখের চিঠি….