মিলান কুন্ডেরা মারা গেছেন
দুনিয়া জুড়ে খ্যাতিমান কথাসাহিত্যিক মিলান কুন্ডেরা মারা গেছেন। মৃত্যুকালে এই কথাসাহিত্যিকের বয়স হয়েছিল ৯৪ বছর। চেক রিপাবলিকের মোরাভিয়ান লাইব্রেবি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। মিলান কুন্ডেরা প্রতিষ্ঠিত গ্রন্থাগার ও সংগ্রহশালার মুখপাত্র আনা ম্রাজোভা জানান, দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগ ভোগের পর গতকাল ১২ জুলাই ফ্রান্সের প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মিলান কুন্ডেরা।
১৯৬৮ সালে লেখকের নিজ দেশ চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত অভিযানের সমালোচনা করার কারণে কুন্ডেরাকে অবরোধ করে রাখা হয়। ১৯৭৫ সালে তিনি চেকোস্লোভাকিয়া ছেড়ে ফ্রান্সে চলে যান।
১৯২৯ সালের ১ এপ্রিল চেকোস্লোভাকিয়ার নো শহরে জন্ম গ্রহণ করেন মিলান কুন্ডেরা। প্রাগ নগরীর শার্ল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন নন্দনতত্ত্ব ও সাহিত্য নিয়ে। স্কুল জীবনেই মিলান কুন্ডেরার সাহিত্যচর্চা শুরু হয় কবিতা লেখার মধ্য দিয়ে। তাঁর প্রথম উপন্যাস ‘দ্য জোক’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। এরপর প্রকাশিত হয় ‘লাফেল লাভ’ নামে ১৯৬৯ আরো একটি উপন্যাস প্রকাশিত হলে কুন্ডেরার খ্যাতি ছড়িয়ে পড়ে।
১৯৭৫ সালে ফ্রান্সে গিয়ে নতুন করে চাকুরী ও সাহিত্যচর্চা শুরু করেন। তাঁর রচিত উপন্যাসগুলোর মধ্যে সর্বাধিক পঠিত ‘লাইফ ইজ এলসহোয়ার’। তাঁর লেখা চেক ভাষার সর্বশেষ উপন্যাস ‘ইমর্টালিটি।’ ১৯৯৫ সালে তাঁর লিখিত প্রথম ফরাসি ভাষার উপন্যাস ‘স্লোনে’ প্রকাশিত হয়।
১৯৮১ সালে তিনি স্থায়ী ভাবে ফ্রান্সের নাগরিকত্ব লাভ করেন। উপন্যাস লেখার পাশাপাশি তিনি কবিতা, গল্প ও অনুবাদ সাহিত্য নিয়ে অনেক কাজ করেছেন। মিলান কুন্ডেরা চলচ্চিত্র বিভাগের শিক্ষকও ছিলেন। তাঁর ছাত্রদের মধ্যে অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা মিলোস ফোরম্যান অন্যতম।
তাঁর রচিত বিখ্যাত রচনাগুলো হলো- The Unbearable Lightness of Being, Life Is Elsewhere, Immortality, Ignorance, The Festival of Insignificance ইত্যাদি অন্যতম।
সূত্র: নিউইয়র্ক টাইমস