কবি অসীম সাহা মারা গেছেন
একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা (৭৫) মারা গেছেন। মঙ্গলবার (১৮ জুন) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কবি অসীম সাহা চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন বাংলা একাডেমির মহাপিরচালক কবি মুহম্মদ নুরুল হুদা ও কবির পরিবার।
এ সময় বাংলা একাডেমির ডিজি বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর কবি অসীম সাহা মোটামুটি গত ক’মাস ধরে সুস্থই ছিলেন। অল্প ক’দিন তাঁর সঙ্গে দেখা হয়। আজ একটু আগে খবর পেলাম তিনি আর নেই। এখনও অসীম সাহাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে। তাঁকে সেখানেই দেখতে যাচ্ছি। বুধবার(১৯ জুন) সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য অসীম সাহার মরদেহ বাংলা একাডেমি চত্বরে রাখা হবে।
কবিপুত্র অর্ঘ্য সাহা বলেন, তার বাবা কবি অসীম সাহা মরদেহ দান করে দেয়ার ইচ্ছা প্রকাশ করে গেছেন।
চলতি বছরের গোড়ার দিকে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবি। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, কবি বিষন্নতায় ভুগছেন। এছাড়াও তিনি হাত পা কাঁপা, ডায়বেটিকস ও কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছিলেন।
কবি অসীম সাহার মৃ্ত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক বার্তা দিয়েছেন। এছাড়াও সারাদেশ জুড়ে বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে শোক জানাচ্ছে।
কবি অসীম সাহা নেত্রকোনা জেলায় ১৯৪০ সালের ২০ ফেব্রুয়ারি মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য তাকে বাংলা একাডেমি তাঁকে ২০১২ সালে বাংলা একাডেমি প্রদক প্রদান করেছে। ২০১৯ সালে সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসমারিক পুরষ্কার একুশে পদক লাভ করেন কবি অসীম সাহা। ২০১১ সালে তিনি কেন্দ্রীয় খেলাঘর আসর কতৃক প্রদত্ত কবিসম্মাননা পদক লাভ করেন।
তাঁর পৈত্রিক নিবাস মাদারীপুর জেলায়। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলির মাঝে- পূর্ব-পৃথিবীর অস্থির জ্যোৎস্নায় (১৯৮২),কালো পালকের নিচে (১৯৮৬),কবর খুঁড়ছে ইমাম (২০১১),পুরনো দিনের ঘাসফুল (২০১২),শ্মশানঘাটের মাটি গল্প (১৯৯৫) অন্যতম।
লিখুন- পরমপাঠ সাহিত্য পত্রিকায়