পদাবলিপ্রচ্ছদ

মির্জা গালিবের শায়েরী

মির্জা গালিবের শায়েরী

১.

নৈরাশ্যে যার সময় থেমে

তার এগোবার পন্থা বা-কী,

দিনই যখন নিবিড় কালো

সকাল কী তার সন্ধ্যা বা-কী।

 

২.

জীবন জ্বালার হয় উপশম,

আসাদ, আসে মরণ যদি

প্রদীপ কে তো জ্বলতে-ই হয়

সকাল আসার আগ অবধি।

 

৩.

প্রাণের উপর কালের চাবুক

আসাদ, কী আর হলো তাতে?

আমার তো দিন কাটছে আরো

কঠিন কিছুর অপেক্ষাতে।

 

৪.

খাঁচায় বন্দী এই আমাকে

দাওনা সখা বাগের খবর

কাল যার উপর বাজ পড়েছে

কেন হবে আমরই ঘর?

 

৫.

নীড়ের খুবই কাছে ছিলো

ধরা পড়ার ফাঁদটি পাতা।

উড়াল দিতে না দিতে-ই

বন্দী হলাম, হায় বিধাতা।

 

৬.

নিহত বাসনা লাখো

থাক ঢাকা এই মৌনপ্রাণে

নিভে যাওয়া প্রদীপ আমি

নিঝুম কোনো গোরস্থানে।

 

৭.

বসন্তকাল বিদায় নেবে

চলো বুলবুল চলো এবার

ফুলেরা কয় পাপড়ি মেলে

সময় হলো বিদায় নেবার।

 

৮.

সবাই বলে গোলাপ লালাই

রপের রাণী- সে সব মিছে

কী রুপসী ছিলেন তাঁরা

যাঁরা এখন মাটির নিচে।

 

৯.

পরম প্রিয়’র স্বরুপ ছাড়া

এ বিশ্ব আর কিছুই তো নয়,

না চাইলে সে দেখতে স্বরুপ

আমার সত্তা কী করে হয়।

 

১০.

সবই আছে- নাকি গালিব,

এপার ও নেই ওপারও নেই?

শেষ অবধি ব্যাপার যে কী-

নাকি কোনো ব্যাপারও নেই।

 

১১.

এমন ভাবেই হায়রে গালিব

কেটে গেছে আমার জীবন

এই বুকেও খোদা আছেন

ভাবার সময় পেলোই না মন।

 

১২.

সাকীর দুচোখ ঘোরে না আর

ঘোরে না আর সুরা-পাত্র,

মজলিশে আজ নেই তো কিছু

কালের গতি ঘুরছে মাত্র।

 

১৩.

মনের মধ্যে মিলন-তৃষ্ণা

প্রিয়ার স্মৃতি কিছুই তো নেই

এমন আগুন লাগলো ঘরে

ছাই হলো সব সেই আগুনেই।

 

১৪.

উপার্জনের পীড়ন নিয়েই

বছর বছর বেহাল ছিলাম

তাই বলেতো এক পলকও

যাইনি ভুলে তোমারই নাম।

 

১৫. জীবন-সুধা প্রেমেই পেলাম

ব্যথার ওষুধ সে-ও প্রেমেই

প্রেমেই এমন ব্যথা পেলাম

যে ব্যথার আর ওষুধ-ই নেই।

 

১৬.

কী চমৎকার কথা যে তার

যা বলে তাই এমন শোনায়

আমার কথাই যেন সেটা

আছে গোপন মনের কোনায়।

 

১৭.

না তার খবর কানে আসে

রুপও তো ভাসে না চোখে

একটাই মন-বিক্ষত সে

হতাশা আর দুঃখ শোকে।

 

১৮.

একটুখানি সামলাতে দাও

হে হতাশা, এ কী প্রলয়,

বন্ধু-ধ্যানের আঁচল প্রান্ত

তা-ও কি মুঠোয় থাকার-ই নয়।

 

১৯.

হাজারো শখ এমনই যে

প্রতিটাতেই যায় বুঝি দম

সাধ তো অনেক পূর্ণ হলো

অপূর্ণতা- সেটাও কি কম।

 

২০.

কী আগ্রহ কী পাগলামী

নিজেই ছুটে যাই ওখানে

গিয়েই ভাবি অবাক হয়ে

কেন এলাম কিসের টানে।

 

আরও পড়ুন- মির্জা গালিবের একগুচ্ছ শায়েরী